Add Link

এবার নিজের ছবি দিয়ে বানিয়ে ফেলুন হোয়াটসঅ্যাপ স্টিকার।


এখন হোয়াটসঅ্যাপে জিফ ফাইল বা ইমোজি পাঠাতেই অভ্যস্ত স্মার্টফোন ব্যবহারকারীরাএর সঙ্গে যুক্ত হল নতুন ফিচারজেনে নিন পর পর কী কী করতে হবে
নতুন এক পদ্ধতি এসেছে হোয়াটসঅ্যাপেফেসবুকের এই মেসেজিং প্ল্যাটফর্মে এখন ব্যবহারকারীরা নিজের ছবি দিয়েই স্টিকার বানাতে পারবেনআর সেটা টেক্সট করতে পারবেনএকটি নয়, আপনার একাধিক ফিলিংস আপনি প্রকাশ করতে পারবেন নিজস্ব স্টিকারের মাধ্যমে
শুরুতেই দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপটি আপডেটেড কি নাএই ফিচারের জন্য দরকার কমপক্ষে ২.১৮ ভারসনের হোয়াটসঅ্যাপ




এবার নিজের ছবি তুলুনআপনি যে এক্সপ্রেশনের স্টিকার বানাতে চান সেই মতো ছবি তুলুন মোবাইলে 
এবার আপনার ছবিটিকে পিএনজি ফাইল বানাতে হবেফরমাট বদলানোর জন্য গুগল প্লে স্টোর থেকে ব্যাকগ্রাউন্ড মুছে ফেলার কোনও অ্যাপ ডাউনলোড করুনবেছে নিন সেই ছবিটি যেটা দিয়ে স্টিকার বানাতে চান 
ছবিটিকে সিলেক্ট করে নতুন ডাউনলোড করা অ্যাপটি দিয়ে ব্যাকগ্রাউন্ড মুছুনএর জন্য অটো, ম্যাজিক বা ম্যানুয়াল টুল ব্যবহার করতেই পারেনছবিটিকে স্টিকারের আকার দেওয়ার জন্য পছন্দ মতো ক্রপ করুন
হোয়াটসঅ্যাপ শুধু মাত্র পিএনজি ছবিই সাপোর্ট করেতাই ব্যাকগ্রাউন্ড মোছার পরে ছবিটিকে পিএনজি ফর্ম্যাটে সেভ করুনএটা হয়ে গেলেই আপনার স্টিকার তৈরি 
এক সঙ্গে কমপক্ষে তিনটি বিভিন্ন মুডের স্টিকার বানান কারণ হোয়াটসঅ্যাপ স্টিকার অ্যাড করার অপশন দেয় নাতিনটি স্টিকার তৈরির পরে ফের গুগল প্লে স্টোর থেকে পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপনামের অ্যাপ ডাউনলোড করুন এবং খুলুনএই অ্যাপ নিজের থেকেই পার্সোনালাইজড স্টিকার খুঁজে নেবে 
যেখানে পার্সোনাল স্টিকারগুলি দেখতে পাবেন তার পাশেই অ্যাড বাটন দেখতে পাবেনসেখানে ক্লিক করলে ফের অ্যাড অপশন আসবে এবং ক্লিক করতে হবে 
কাজ শেষএবার যে বন্ধুকে প্রথমেই পাঠাতে চান তার চ্যাট উইন্ডো খুলুনদেখুন জিফ আইকনের পাশেই রয়েছে স্টিকার আইকনপছন্দমতো স্টিকার সিলেক্ট করুন আর পাঠিয়ে দিনআপনি পরে আরও স্টিকার বানাতে পারেনসবই রাখা থাকবে স্টিকার ব্যাঙ্কে

No comments

Powered by Blogger.