Add Link

পেইজ রেংক কী এবং এর গুরুত্ব ?

 

পেইজ রেংক হছে এমন একটি নাম্বা্রিক প্রসেস বা সিস্টেম যার মাধ্যমে গুগল আপনার সাইটটিকে পেইজ রেংক এর আওতায় আনে এবং একটি নাম্বার সিস্টেম দিয়ে  থাকে।আর উল্লেখ্য বিষয় এই যে গুগল প্রথমেই কোন নতুন সাইটকে পেইজ রেংক দিয়ে থাকেনা। কারণ একটি ওয়েব সাইটের পেইজ রেংক নির্ভর করে এস.ই.ও এর দিক গুলো সঠিক ভাবে মেনে চললে, এবং যা সময় সাপেক্ষ। তবে এস.ই.ও এর নিয়ম গুলো সঠিক ভাবে মেনে চললে মোটে ও অসম্ভব কিছু না।  


page-rank

পেইজ রেংক এর গুরুত্ব

গুগল পেইজ রেংক এ আপনার সাইট টি কত নাম্বার পজিশনে আছে, এবং গুগল পেইজ রেংক এর জন্য যে আপনি এস.ই.ও করতেছেন তা সফলতার সাথে হচ্ছে কিনা তা চেক করার জন্য পেইজ রেংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে,অথ্যাৎ আপনার সাইটটি গুগল পেইজ রেংক এ কেমন অবদান রাখছে এবং এস.ই.ও এর জন্য কতটা উপযোগী হচ্ছে তার একটা সঠিক ধারনা পাওয়া যায়।

 

পেজ রেংক চেক করার জন্য এই Address এ যান। 
 https://www.prchecker.info




No comments

Powered by Blogger.