Add Link

বাংলাদেশে এখন জনপ্রিয়তার শীর্ষে তুরস্কের মেসেজিং অ্যাপস 'বিপ'

 

bip-in-bangladesh

বাংলাদেশসহ উপমহাদেশে এক যুগেরও বেশি সময় ধরে জনপ্রিয় ফেসবুক। যতই দিন গেছে তরুণ সমাজের পছন্দের শীর্ষে উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে এ সাইটটি নিয়ে জটিলতাও কম নয়। হ্যাক হওয়ার ঝুঁকি, তথ্য ফাঁস, স্ক্রিনশট জটিলতা বারেবারে ভোগান্তিতে ফেলেছে ব্যবহারকারীদের। ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে ফেসবুক ও এর ম্যাসেঞ্জার রয়েছে নাজুক অবস্থানে। 


সম্প্রতি হোয়াটসঅ্যাপের ব্যাক্তিগত তথ্য সংক্রান্ত নীতিমালার পরিবর্তনের ফলে তথ্যের নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে বাংলাদেশিরা বিপ (BiP) নামক অ্যাপস ব্যবহারে ঝুঁকে পড়েছে।   

মে মাসে হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম কার্যকরের কথা রয়েছে। এরইমধ্যে তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ থাকায় অ্যাপের ব্যবহার কমেছে। গেলো এক সপ্তাহে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০ লাখ কমে যায়। ভিডিও কল ও ম্যাসেজিং-এর জন্য মানুষ এখন হোয়াটসঅ্যাপ ছেড়ে তুরস্কের তৈরি বিপ, মার্কিন সিগনাল ও রুশ টেলিগ্রামের মতো অ্যাপ ব্যবহারের দিকেই ঝুঁকছে।


bip-user-in-bangladesh

মূলত ব্যাক্তগত তথ্য নিরাপদ ও গোপন রাখার যে অঙ্গীকার করেছে বিপ তার ফলশ্রুতিতেই দক্ষিণ এশিয়ায় স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে বিপের জনপ্রিয়তা তৈরী হয়েছে। ঢাকাভিত্তিক সংবাদকর্মী আওলাদ হোসেন বলেন, '' আমার মনে হয় হোয়াটসঅ্যাপের তুলনায় বিপ অ্যাপস ব্যবহার নিরাপদ কারণ আমার ব্যাক্তিগত তথ্যের নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে বিপ কর্তৃপক্ষ।'' 

এক সপ্তাহেই হোয়াটসঅ্যাপের জায়গা দখল করে নিয়েছে তুরস্কের এই অ্যাপটি। তুর্কি গণমাধ্যমে বিষয়টি ফলাও করে প্রচারও হয়েছে। বিবিসির সংবাদ অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 'বিপ' অ্যাপ এক নম্বরে চলে এসেছে। আর তৃতীয় অবস্থানে রয়েছে সিগনাল।

বিপ এর প্রশংসা করে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত একজন আইটি কর্মী যোগ করেন স্ট্যাটাস প্রদান এবং থিম পরিবর্তনের মতো সুবিধা যোগ হলে বিপ আরও জনপ্রিয় হয়ে উঠবে। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, বর্তমান ধারায় বিপ ডাউনলোড অব্যহত থাকলে খুব শীঘ্রই বাংলাদেশে এর ব্যবহারকারী দশ লক্ষাধিক ছাড়িয়ে যাবে।




No comments

Powered by Blogger.