Add Link

ভূমি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে এখন অ্যাপে


সম্পত্তি সংক্রান্ত  তথ্য রাজস্ব আদায় ইজারারেকর্ড সংরক্ষণের জন্য এখন আর এক অফিস থেকে অন্য অফিসে ঘুরতে হবে না।


অ্যাপস-অনলাইন

ভূমি ব্যবস্থাপনার সব সেবা একটি অ্যাপে নিয়ে এসেছে খুলনার জেলা প্রশাসন। খুলনা জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের সকল জলমহাল, খাসজমি, বালু মহাল ইজারা ও রক্ষণাবেক্ষণ করা, পরিত্যক্ত সম্পত্তি, অর্পিত সম্পত্তি দেখাশোনা এসব খাত থেকে রাজস্ব আদায় করা জেলা প্রশাসনের অন্যতম কাজ। সরকারি খাস জমি, ভিপি জমি, পরিত্যক্ত সম্পত্তি, জলমহাল, হাটবাজার চলে যাচ্ছে অবৈধ দখলে। এছাড়া সরকারি স্বার্থ সংশ্লিষ্ট জমিজমা ব্যক্তি পর্যায়েও রেকর্ড হয়ে যাচ্ছে। জেলা প্রশাসনের অফিসে ঘুরতে হবে না। সরকারি স্বল্প সংখ্যক জনবল দিয়ে বিশাল পরিমাণ সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণ, তদারকী ও রাজস্ব আদায় করা খুবই কঠিন।  

২০১৯ সালে খুলনার একটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক দেখতে পান সরকারের পুরাতন রেকর্ড বইয়ের অনেক পাতা ছেড়া। খতিয়ানের কাগজও খোয়া গেছে। ওই সময়ই জেলার সকল অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, হাটবাজার, খাস জমি ও জলমহালের ছবিসহ বর্তমান অবস্থার তথ্য, এসএ খতিয়ান ও আরএস খতিয়ানের ছবি সম্বলিত তথ্য ভাণ্ডার তৈরির কাজ শুরু হয়।

 ছবিযুক্ত ডাটাবেজ তৈরির পর খুলনা জেলার সার্বিক ভূমি ব্যবস্থাকে অনলাইন প্লাটফর্মে আনার উদ্যোগে নেন জেলা প্রশাসক। এর অংশ হিসাবে অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, হাটবাজার, খাস জমি ও জলমহালসহ ভূমি সেবা সংক্রান্ত সকল শাখাকে ডিজিটাল শাখায় রূপান্তরিত করা হয়। ইতোমধ্যে এই শাখাগুলো অনলাইনের আওতায় এসেছে।

খুলনা জেলা প্রশাসনের অর্পিত শাখার প্রধান সহকারী হিসাবে তিন বছর ধরে কর্মরত মো. কবির হোসেন জানান, আগে কেউ আবেদন করলে পুরাতন নথি খুঁজতেই অনেক সময় নষ্ট হতো। কোনো নথি হারিয়ে গেলে তো ভোগান্তির শেষ ছিলো না। এছাড়া যে কোনো আবেদন নিষ্পত্তি করতে ১০/১৫ দিন পর্যন্ত সময় লাগতো। সেবা গ্রহীতাদের বার বার আসতে হতো। ২০১৯ সালের অক্টোবর মাস থেকে অনলাইন করার পর ৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সেবা দেওয়া সম্ভব হয়।

তিনি জানান, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অর্পিত সম্পত্তির সব ধরনের তথ্য ওয়েবসাইটে রয়েছে। এখন নথির জন্য দৌঁড়াতে হয় না। কম্পিউটারে বসেই কোন সম্পত্তি কোথায় রয়েছে, কত টাকা রাজস্ব বাকিসহ সব ধরনের তথ্য পাওয়া যায়। একবছর আগে এটা কল্পনাও করা যেত না। 


No comments

Powered by Blogger.