Add Link

স্মার্টফোনে প্যাটার্ন লক ভুলে গেলে করণীয়

Patern lock

আমরা সাধারনত অ্যান্ড্রয়েড ফোনগুলোর নিরাপত্তা জন্য প্যাটার্ন লক সিস্টেম দিয়ে থাকি।কিন্তু এই লক অনেক সময় আমরা ভুলে যাই তখন আমাদের মহাবিপদে পরতে হয়। তখন দেখা যায় নিজে না পারলে অন্যের সাহায্য নেই আর সেটাও যদি না পারি তখন যেতে হয় দোকানে।কিন্তু নিজ চেষ্টাতে চাইলেই এই প্যাটার্ন লক খুলে ফেলা যায়।

 

যেভাবে আপনি প্যাটার্ন লক খুলবেনঃ 

১। প্রথমে আপনি আপনার ফোনটির সুইচ অফ করে ফেলতে হবে।

২। তারপর ২০সেঃ পর ফোনের ব্যাটারি খুলে ফেলুন।

৩। এরপর ফোনের ব্যাটারি লাগিয়ে ক সঙ্গে ‘আপ ভলিউম কি’, ‘পাওয়ান বাটন’, এবং ‘হোম বাটন’ চেপে ধরে রাখুন এরপর আপনার ফোনের স্ক্রিন এ রিকভারি মুভ দেখতে পাবেন এবং এই স্ক্রিন এ রিকভারি মুভ না আশা পযন্ত চেপে ধরে রাখুন।

৪। এরপর ভলিউম + সুইচ ব্যবহার করে ‘ওয়াইপ ডেটা’ কিংবা ‘ফ্যাক্টরি রিসেট’ নামে অপশনে দেখতে পাবেন সেখানে গিয়ে হোম বাটনে প্রেস করুন।

৫। এরপর ইয়েস’ অপশনে ক্লিক করে কিছু ক্ষন অপেক্ষা করুন দেখবেন মোবাইলটি আবার অপেন হবে। তারপর আপনার ফোনের যেকোন প্যাটার্ন দিয়ে নিন।

 


No comments

Powered by Blogger.