Add Link

ইমুর এড থেকে বাচার উপায়,আজীবন ফ্রি

 

imo plus techbd360

ইমু একটি অতি প্রয়োজনীয় বিষয় হয়ে দাড়িয়েছে বর্তমানে। কিন্তু এর অত্যাধিক এড এবং আজাবাজে ফিচারের কারনে অনেক বিরক্তি তৈরি করে। তাছাড়া অনেক আজেবাজে ভিডিও,  নোটিফিকেশন ইত্যাদি অটোমেটিক চলে আসে। যারা কোনোভাবেই ইমু বাদ দিতে পারছেন না তারা নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন।

ইমুর এড থেকে মুক্তি বা আজেবাজে অপশন এবং এডমুক্ত ইমু ব্যবহার করতে চাইলে নিচের লিংক থেকে ইমু অ্যাপটি ডাউনলোড করে নিন।

এটা আগের ইমুর মতোই চলবে, শুধু কোনো এড এবং আজেবাজে অপশনগুলো এডিট করে অ্যাপ থেকে বাদ দেয়া হয়েছে।

এই ইমু অ্যাপটি ইনস্টল করার আগে আগের ইমুটি আনইন্সটল করে নিবেন, আগের কোনো কিছু হারাবেনা। কললিস্ট, মেসেজ সহ সবকিছুই আগের মতো থাকবে।

ডাউনলোড লিংক 

১।  Direct Download

২। Google Drive Download 

তাছাড়া ইমু প্লাস (imo plus) নামে যে অ্যাপ সেটাও ব্যবহার করে দেখতে পারেন। এখন পর্যন্ত সেটাতে কোনো এড দেখায় না, আজেবাজে অপশনও নেই।

সম্ভব হলে বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেতে পারে, যেটাতে কোনো এড নেই এবং সিকিউরড।


No comments

Powered by Blogger.